:: নিউজ বুক ডেস্ক ::
নিজ বাসায় আগুন লেগে গুরুতর দগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।
শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডার আফতাবনগরে নান্নুর বাসায় হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সেখানে তিনি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনের তত্ত্বাবধানে আছেন।
ডা. সামন্ত লাল সেন জানান, আগুনে দগ্ধ নান্নুর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরের প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাস ছ’য়েক আগে একই বাড়িতে আগুন লেগে সাংবাদিক নান্নুর ছেলে পিয়াস মারা যায়।
Leave a Reply