:: বিনোদন ডেস্ক ::
এক নামেই সবায় চেনেন। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই চেনে মিঠুন চক্রবর্তী নামে। কোলকাতার চলচ্চিত্র শিল্পে তাঁকে “মহাগুরু” সম্বোধন করে। গোটা উপমহাদেশেই তিনি বিপুল জনপ্রিয়। ছিলেন বামপন্থী গোপন দলের সক্রিয় সদস্য। মৃণাল সেন তাঁকে “মৃগয়া” ছবির নায়ক চরিত্রে অভিনয় করান। ওই ছবিতেই তিনি অর্জন করেন ভারতের জাতীয় পুরস্কার। তারপর থেকে দাপিয়ে চলেছেন মুম্বাই আর কোলকাতার চলচ্চিত্র শিল্প।
অভিনয় করেছেন বাংলাদেশের সাথে ভারতের যৌথ প্রযোজনার ছবিতেও। তিনবার পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার, দুইবার ফিল্ম ফেয়ার পুরস্কার। একবার তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। অভিনেতা, প্রযোজক, উপস্থাপক মিঠুন চক্রবর্তী ১৯৫২ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে (সুত্রঃ উইকিপিডিয়া) জন্মগ্রহণ করেন। তবে কোন কোন সুত্রে জন্মশাল ১৯৫০ বা ১৯৫১ লেখা হয়েছে। (একটি পত্রিকায় তাঁর জন্ম কোলকাতায় লেখা হয়েছে। তবে তারিখ নিয়ে কোন মতভেদ পাওয়া যায়নি)। জন্মদিনের শুভেচ্ছা এই শিল্পীকে।
Leave a Reply