:: নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত। তিনি মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আছেন।
মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এখন তিনি শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাস কষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply