:: প্রযুক্তি ডেস্ক ::
ফাস্ট-চার্জিং প্রযুক্তি নিয়ে গবেষনায় রীতিমত যুদ্ধে নেমেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সমূহ।বর্তমানে বাজারে আসা সকল আইফোন কিংবা স্যামসাং ফোনেও ব্যাবহার হচ্ছে ফাস্ট চার্জ কিংবা কুইক চার্জ প্রযুক্তির। তবে সবগুলো প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে অপ্পোর ভিওওসি ফাস্ট চার্জিং প্রযুক্তি। সম্প্রতি এই প্রযুক্তির ৩য় সংস্করণ, সুপার ভিওওসি ৩, ৮০ ওয়াট হারে স্মার্টফোন চার্জ করতে সক্ষম বলে জানা যায়।
স্মার্টফোনের খুঁটিনাটি তথ্য সম্বলিত অনলাইন ব্লগ ওয়েইবু বলছে, অপ্পোর সুপার ভিওওসি ৩ ফাস্ট-চার্জিং প্রযুক্তি ব্যাবহারে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত একটি স্মার্টফোন সম্পুর্ণরুপে চার্জ হতে সময় নিবে মাত্র ২০ মিনিট। ২০২১ সনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এই প্রযুক্তির দেখা মিলবে বলে ধারনা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে অপ্পো এইস২, ফাইন্ড এক্স২, এক্স২ প্রো হ্যান্ডসেটে ৬৫ ওয়াটের সুপার ভিওওসি ২ প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রযুক্তিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত স্মার্টফোন চার্জ হতে ৩০ মিনিট সময় লাগে। রিয়েলমি এক্স৫০ প্রো স্মার্টফোনে ব্যাবহৃত সুপারডার্ট ফ্ল্যাশ চার্জার অপ্পোর সুপার ভিওওসি ২ প্রযুক্তিতে তৈরি হয়েছে।
Leave a Reply