:: গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ::
বিশ্ব প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টানা কয়েক মাস সাময়িক বন্ধ থাকার পর অবশেষে টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদে নামাজ আদায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার (২৬ জুন) জুমা’র নামাজ আদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে ২০১ গম্বুজের প্রতিষ্ঠা পরিচালক ও রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ২০১ গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় বন্ধ ছিল। মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শুক্রবার (২৬ জুন) থেকে জুমার নামাজের মধ্য দিয়ে পুনরায় আনুষ্ঠানিকতা শুরু হবে। তিনি আরও জানান, মসজিদে সাময়িক নামাজ আদায় বন্ধে দুঃখ প্রকাশ করছি।
[…] […]