:: বগুড়া প্রতিনিধি ::
বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, বৃহত্তর সদর থানা বিএনপির সাবেক সভাপতি এবং বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওমর ফারুক খান (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
তিনি বগুড়া সদর থানার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : মধুপুরে করোনা যুদ্ধে এক পরিবারের সাত ডাক্তার
বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারন সম্পাদক নিয়ামুল হক নিটু এবং মালিক সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকা সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ওমর ফারুক খান এর মৃত্যূর খবরে বগুড়া জেলা বিএনপি, সদর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, বগুড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply