:: টাঙ্গাইল প্রতিনিধি ::
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবীতে উকিল মেয়ের জামাইয়ের বাড়ীতে অনশন করছেন ৫০ বছর বয়সী এক নারী। খবর পেয়ে উকিল জামাতা পালিয়ে গেলেও ওই উকিল জামাতার পরিবার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন নির্যাতিতা ওই নারী। অভিযুক্ত উকিল জামাতার নাম সাইদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে।
স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়ীতে নিয়মিত যাওয়া আসা করত। এক পর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রীর সাথে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই গৃহবধূ জানান, সাইদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মতো করে মেলামেলা করে আসছে। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা শুরু করে। কোন উপায় না পেয়ে সোমবার (২৯ জুন) বিয়ের দাবীতে তার বাড়ীতে আসছে। সাইদুল পালিয়ে গেছে। আমি এই এখানে আসার কারনে সাইদুলের পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। আমি এর দৃষ্টান্তদমূলক শাস্তি চাই।
আরও পড়ুন : ২৬ ঘণ্টা পর উদ্ধার বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
সম্প্রতি সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা খায়। এ নিয়ে গ্রাম্য সালিশ ডাকা হলে সাইদুল উপস্থিত হয়নি।
সখীপুর থানার এসআই বদিউজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply