:: নিজস্ব প্রতিবেদক- ঢাকা ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গত মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানান। ঢাকা সিএমএইচের ডাক্তাররা তাঁকে দু’দিন অবজারভেশনে থাকতে বলেছেন বলেও জানান তিনি।
তবে তাঁর মধ্যে করোনার কোন উপসর্গ নেই। শারীরিক ও মানসিকভাবেও বেশ সুস্থ্য আছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। দ্রুত করোনামুক্ত ও পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
এর আগে, গত জুনের দ্বিতীয় সপ্তাহে প্রথম দফা করোনা টেস্ট করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সে সময় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
Leave a Reply