:: নিউজ বুক প্রতিবেদক ::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপেজলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীরের বাম পায়ের উরুতে গুলি লাগে। এ ছাড়াও তার বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাহাঙ্গীর আলম মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর তেলকুপি সীমান্তে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের আইনাল হকের ছেলে।
শাহাবাজপুর ইউনিয়নের নং ওর্য়াড সদস্য মোফাজ্জল হোসেন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (০৪ জুলাই) সকালে ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় যান জাহাঙ্গীর আলম। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের শ্মসানী গোপাল নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে বিএসএফকে জানালে তারা অস্বীকার করেছে। তবে আরও খোঁজখবর নিতে ঘটনাস্থলে বিজিবি’র সোনা মসজিদ কোম্পানি কমান্ডারকে পাঠানো হয়েছে। খোঁজখবর শেষে নিশ্চিত হয়ে বিএসএফের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে।
Leave a Reply