:: নিজস্ব প্রতিবেদক ::
“শেখ হাসিনার সরকারের মূলনীতি, কৃষিই সমৃদ্ধি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বারহাট্টা উপজেলার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের আমন বীজ বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষিবিদ সারোয়ার মোর্শেদ (জাস্টিস্) এর সৌজন্যে এবং নিজস্ব প্রচেষ্টায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় রবিবার উপজেলা ডাকবাংলো প্রাঙ্গনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
আরও পড়ুন : এখনও বেঁচে আছেন এন্ড্রু কিশোর, তবে অবস্থা সংকটাপন্ন
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সারোয়ার মোর্শেদ (জাস্টিস্) বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকসহ অন্যান্য পেশার মানুষ খুবই কষ্টে জীবন যাপন করছে। এ অবস্থায় কৃষকদের পাশে দাড়িঁয়ে কিছু করতে পেরে ভাল লেগেছে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যহত থাকবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
বীজ ছাড়াও প্রত্যেক কৃষককে একটি করে মাস্ক প্রদান করা হয়েছে।
Leave a Reply