:: ধনবাড়ী প্রতিনিধি ::
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় করোনাভাইরাসে নতুন করে আরও ১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ধনবাড়ী পৌরশহরের বাসিন্দা ও ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল ও অপরজন যদুনাথপুর ইউনিয়নের কুলহকোঁড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, কয়েক দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে টেস্ট্রের জন্য পাঠানো হয়। আজ তাদের ফলাফলে পজেটিভ আসে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply