:: ধনবাড়ী প্রতিনিধি ::
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ন্তগত ধনবাড়ী সাব-সেন্টারের কর্মরত মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার বসাক মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ধনবাড়ী বাজারে তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোণা বারোয়ারি শ্মাশানে অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ধনবাড়ী প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সস্থা, উপজেলা শাখা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply