:: টাঙ্গাইল সংবাদদাতা ::
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে “মাদকাসক্ত” এক নাতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) উপজেলার নগদাশিমলা ইউনিয়নের মাকুল্লা গ্রামে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত হেনা বেগম (৭০) উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামে তালেব আলী মন্ডলের স্ত্রী এবং নাতী রিপন (২৫) একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বুধবার রাতেই অভিযুক্ত রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হেনা বেগমের কাছ থেকে রিপন মাঝে-মধ্যেই টাকা ধার নিতো। বিগত কয়েকদিন আগে রিপন হেনা বেগমের কাছে যায়। তখন হেনা বেগম রিপনের কাছে পাওনা টাকা চায়। এতে তখন রিপন ক্ষিপ্ত হয় এবং তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই অনুয়ায়ী বুধবার দুপুরের পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই বৃদ্ধাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রিপন মাসকাসক্ত। পলিটেকনিকে পড়াশোনা করতে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে । পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে এসে আরও বেশি নেশাগ্রস্ত হয়ে উশৃঙ্খলভাবে এলাকায় জীবনযাপন করছিলো এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। রাতেই নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply