মাহবুবুজ্জামান সেতু- :: মান্দা প্রতিনিধি ::
নওগাঁর মান্দায় ঈদুল আজহা উপলক্ষে প্রসাদপুর ইউপি’র গরীব, দু:খী ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার সময় উপজেলার প্রসাদপুর ইউপি চত্ত্বরে ১১৩৭জন হৃতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর ও ট্যাগ অফিসার কাইছার হাবিব, ইউপি সচীব গোলাম সারোয়ার, প্রসাদপুর ইউ’পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, ইউ’পি সদস্য আপেল উদ্দিন, শরিফ উদ্দিন, ইসমাইল হোসেন, আফজাল উদ্দিন, নজরুল ইসলাম, উজ্জল কুমার, সায়েম ইসলাম, মকবুল হোসেন, আশরাফুল ইসলাম প্রমূখ
Leave a Reply