আজিজুল হক ফারুক- :: নিজস্ব প্রতিবেদক :;
নেত্রকোণার বারহাট্টায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর সেচ্ছাধীন তহবিল থেকে বিশেষ অনুদানের চেক পেলেন ৫০ মুক্তিযোদ্ধা।
মুজিব-বর্ষ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) জেলা পরিষদের বারহাট্টা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাজ হলে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলীখান খসরু, এমপি এই চেক বিতরণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ সভা-প্রধানছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম, উপ-পরিচালক (সমাজ সেবা) মোঃ আলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
প্রত্যেক মুক্তিযোদ্ধা ৪ হাজার টাকার চেক পেয়েছেন। মুক্তিযোদ্ধা ছাড়াও তিনজন অসুস্থ ব্যক্তির প্রত্যেককে ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রতিমন্ত্রী।
Leave a Reply