:: টাঙ্গাইল ::
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ আগষ্ট) দুপুরে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, গিলাবাড়ি গ্রামের লাভলু মিয়ার মেয়ে খুশি (৫) ও মগড়া গ্রামের সিদ্দিকের ছেলে আবির (৪)। তারা সম্পর্কে মামাতো ভাই বোন।
স্থানীয়রা জানায়, সকালে গিলাবাড়ি নানার বাড়িতে পরিবারের লোকজনের সাথে বেড়াতে আসে আবির। দুপুরে মামাতো বোন খুশির সাথে আবির নানার বাড়ির সামনে খেলা করছিল। এ সময় সবার অজান্তে বন্যার পানিতে পড়ে আবির ও খুশি ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply