:: মধুপুর ::
টাঙ্গাইলের মধুপুরে স্বেছাসেবী সংগঠন মীমা হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। গত শুক্রবার সকালে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামে মীমা সংগঠন মোটের বাজার ও বোকারবাইদ শাখার দরিদ্রদের মাঝে সেমাই, চিনি, তৈল, সাবান ও চাল বিতরণ করেছে।
ঈদ সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়ন পরিষদের সদস্য সহিদুল ইসলাম, মহিলা সদস্য আছমা বেগম, মীমা সংগঠন মোটের বাজার শাখার সভাপতি মেহেদী হাসান বকুল, সাধারণ সম্পাদক শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তথ্য ও প্রকাশনা সম্পাদক বিজয় আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ তালুকদার, বোকারবাইদ শাখার সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমূখ।
বোকারবাইদ গ্রামে ৫০ জন ও মোটেরবাজারে ২০ জনসহ ৭০ জন দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
Leave a Reply