মাহবুবুজ্জামান সেতু- :: মান্দা প্রতিনিধি ::
নওগাঁর মান্দায় ৮ বছরের শিশু নাতীকে একা পেয়ে দাদা (৬৫) জোর করে ধর্ষণ করছে। এ ঘটনার শিশুটির বাবা (তার ছেলে) ধর্ষণ করায় অভিযোগে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করেছেন।বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত লম্পট হলেন, উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা দিয়ারা পাড়ার তমিজ উদ্দিন ধুর (৬৫)।
অভিযোগসূত্রে জানা গেছে গত শুক্রবার (৩১ জুলাই) মান্দা উপজেলার ৪ নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়ারা পাড়া গ্রামের ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে ৬৫ বছর বয়সী তার দাদা লম্পট তমিজ উদ্দিন (ধুর) শুক্রবার দুপুরে বাড়ির লোকজন বাহিরের থাকার সুযোগে নাতনীকে ধর্ষণ করে।
কিন্তু পরবর্তীতে তাদের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরপর শিশুটির শারিরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিজ পরিবারের মধ্যে সংঘটিত হয় ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়। পরবর্তীতে তা ভেস্তে যাওয়ায় বাধ্য হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার ছেলে।
মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে থানায় একটি এ জাহার দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply