:: ধনবাড়ী ::
টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বাইনাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে আড়াই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান (৪০) ও স্থানীয় ফার্মেসির ওধুষ বিক্রেতা আমিনুল ইসলাম খোকন (৫০) এবং জাকির হোসেন মামুন (৩৮)।
এ ব্যাপারে ধনবাড়ী থানার এসআই মাজাহারুল ইসলাম এবং আরিফ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
Leave a Reply