নয়ন বাবু- :: সাপাহার ::
নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা, মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ জন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার এবং ২২ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান (টকি), সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply