:: ধনবাড়ী ::
“ছবির মাধ্যমে উঠে আসুক ধনবাড়ীর সৌন্দর্য,
দেখুক সবাই প্রিয় উপজেলার ঐশ্বর্য। “এই স্লোগান সামনে রেখে ঢাকায় অধ্যয়নরত টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাকা” আয়োজন করেছিল “ধশিস ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২০।” প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২৪ জুন থেকে ২৭ জুন এবং এর ফলাফল ঘোষণা করা হয় ৬ জুলাই।প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অনলাইনে।
“ধশিষ” ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ধনবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় ।
উল্লেখ,প্রতিযোগিতায় সর্বমোট ১৮০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন এবং সেখান থেকে সেরা ১০ প্রতিযোগি কে নির্বাচিত করা হয়। বিজয়ী দশজন হচ্ছেন যথাক্রমে সাদিকুর রশিদ আকাশ,মোঃ সজিব মিয়া,মাকসুদা শিরীন লাবণ্য,মোঃ জনি,তাসমিয়া ইসলাম শৈলী, আয়েশা বতুল আশা, শরিফুল ইসলাম অভিক,নাদিম তালুকদার,মাজহারুল হক প্রয়াস এবং লিমু রহমান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি মোঃ আসলাম,সংগঠনের স্থায়ী উপদেষ্টা মোঃ শাহীদুল ইসলাম শাহীন,মোঃ আল আমিন এবং শাহ আলম শুভ।
অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম.রিফাইনুল হাসান।
সংগঠনটির সভাপতি মোঃ আসলাম সকল প্রতিযোগিদের অভিবাদন জানান। এছাড়াও সংগঠন স্থায়ী উপদেষ্টা মোঃ শাহ আলম শুভ তার বক্তব্যে বিজয়ীদেরকে ছবির বিষয়বস্তু এবং দর্শনের উপর গুরুত্বারোপ করতে বলেন।
এছাড়া সংগঠনের স্থায়ী উপদেষ্টা শাহীদুল ইসলাম শাহীন তার প্রান্জ্ঞল বক্তব্যে, প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আয়োজকদের কে ধন্যবাদ জানান।
ধশিস,ঢাকার স্থায়ী উপদেষ্টা মোঃ আল আমিন তার বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান এবং বিজয়ীদেরকে অভিনন্দিত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম রিফাইনুল হাসান এর বরাতে জানা যায়,ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাকা ই ধনবাড়ীতে সর্বপ্রথম ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে।
এছাড়া প্রতিযোগিতায় আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতার দুইজন বিচারক হাসিবুল হাসান এবং নূর মোহাম্মদ আল মুরাদ।বিচারকদের বক্তব্যের পরপরই বিজয়ীরা সবার সামনে তাদের অনুভূতি কে তুলে ধরেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. রিফাইনুল হাসান অনুষ্ঠানে উপস্থিত সবাই কে ধনবাড়ী শিক্ষার্থী সংসদ,ঢাকার পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সভাপতি মোঃ আসলাম কে সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ জানান।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে “ধশিস ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২০” এর সমাপ্তি ঘোষিত হয়।
Leave a Reply