এস আই সুমন- :: বগুড়া ::
বগুড়ার মহাস্থানে খড়বোঝাই ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন প্রাণহানি না ঘটলেও রাস্তার দু’পাশে যানজটে সৃষ্টি হয়।
অপরদিকে, একই স্থানে ট্রাক ও প্রাইভেট কার এর সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বগুড়া মহাস্থানের উত্তরণ ফিলিং স্টেশনের দক্ষিণপাশে ঢাকা-রংপুর মহাসড়কে একটি খড়বোঝাই ট্রাক ভোর রাতে কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে চালক ও হেলপারকে উদ্ধার করে। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ক্রেন দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে সরিয়ে নেয়। এঘটনায় রাস্তার দু’পাশে দূরপাল্লার যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একই স্থানে রাস্তায় জ্যামে আটকে থাকা একটি প্রাইভেট কার একটু ফাঁকা পেয়ে দ্রুত যাওয়ার পথে ট্রাকের পিছনে সংঘর্ষে ঢুকে দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার উদ্ধার করা হয়।
Leave a Reply