আজিজুল হক ফারুক – :: নিজস্ব প্রতিবেদক ::
নেত্রকোণার বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল অক্সিজেন কনসেনট্রেটর মেশিন লাভ করেছে। সাবেক উপ সচিব ও জাতিসংঘ কর্মকর্তা উপজেলার সিংধা ইউনিয়নের বাসিন্দা মোশতাক আহমেদ’র অনুরোধে যৌথউদ্যোগে তিনটি বেসরকারী সংস্থা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ মেশিন সরবরাহ করেছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যরা উপস্থিত ছিলেন।
মোশতাক আহমেদ বলেন, আমার কাছে মনে হয়েছে যে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে অত্যাধুুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটির খুবই প্রয়োজন। তাই আমি বাংলাদেশ ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট, দিলরুবা ফাউন্ডেশন এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এই তিনটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি। তারা বারহাট্টা হাসপাতালকে এই মেশিন প্রদান করেছে।
ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শ্বাস কষ্ট ও হৃদযন্ত্রের সমস্যায় পরীক্ষা করে রক্তে অক্সিজেনের পরিমাণ কম শনাক্ত হলে রোগীকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দিতে হয়। কোভিড-১৯ রোগির ক্ষেত্রে অক্সিজেন যন্ত্রটির খুবই প্রয়োজন। বর্তমানে এই হাসপাতালে যে অক্সিজেন সিলিন্ডার আছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কনসেনট্রেটর মেশিন।
সিলিন্ডার থেকে একটি নলের সাহায্যে রোগীর নাকের ভিতর দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়।
অপরদিকে কনসেনট্রেটর মেশিন বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে রোগীর কাছাকাছি এলাকায় (কক্ষের ভিতরে) অক্সিজেনের ঘনত্ব বাড়িয়ে দেয়। ফলে রোগী নিজেই প্রয়োজনীয় অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করতে পারে।
Leave a Reply