এস আই সুমন- :: বগুড়া ::
বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের অনন্তবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনন্তবালা রনি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত রনি স্মৃতি ফুটবল প্রিমিয়ার লীগ ২০২০ সোমবার (১৯অক্টোবর) বিকালে শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি।
এসময় তিনি বলেন,মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধূলা করা দরকার,তিনি রনি স্মৃতি চারনে এমন সুন্দর একটি আয়োজন করায় আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কাঁচামাল আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব বাবুল মিয়া বাবু।
উপস্থিত ছিলেন, রনি স্মৃতি সংঘের আহবায়ক রবিউল ইসলাম রবি, রনি স্মৃতি সংঘের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী ফারুক হোসেন, শফিউজ্জামান সাইফুল, রবিউল ইসলাম রবি, রিমন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রনি স্মৃতি সংঘের সদস্য শাফিউল ইসলাম। খেলা পরিচালনা করেন শাফিউল, রিয়াদ, মোত্তালিব। খেলায় অংশ গ্রহন করেন অনন্তবালা বনাম করতকোলা।
খেলায় অনন্তবালা দলকে ৪-২ গোলে পরাজিত করে করতকোলা দল জয়লাভ করে।
Leave a Reply