:: ক্রীড়া ডেস্ক ::
তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। নতুন অতিথি বয়স সাড়ে ৮ মাস ৮ দিন, এখনি আরও এক অতিথি আসার সুখবর দিলেন সাকিব।
দ্বিতীয় মেয়ের সময় ফেসবুকে ভক্তদের জানিয়েছিলেন সাকিব। সে সময় বড় মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এবারও একই পদ্ধতি বেঁছে নিলেন। ২ ঘন্টা আগে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। ২ ঘন্টায় প্রায় আড়াই লাখের বেশি মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন ছবিটিতে। কমেন্ট করেছেন ২৫ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যে ছবিটি প্রায় ৫০০ হাজার মানুষ জন শেয়ার করেছেন।
Leave a Reply