:: কুষ্টিয়া ::
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ২নং কুড়িপোল ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীও মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিাবর (০৭ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষ আজ শুক্রবার বেলা ১২ টার দিকে শেষ হয় এ সংঘর্ষ। পরে ঘটনায় জড়িত দুই কাউন্সিলর প্রাথী রিপন আলী এবং নজরুল মল্লিকে আটক করেছে থানা পুলিশ।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিরপুর পৌরসভার নির্বাচনের প্রচার প্রচারনাকে কেন্দ্র ২ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী রিপন আলী এবং নজরুল মল্লিকের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার জের ধরে সকাল ৯ টার দিকে উভয় গ্রুপে আবারও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী রিপন আলী এবং নজরুল মল্লিককে আটক করা হয়েছে।
Leave a Reply