এম. সাখাওয়াত হোসেন :: মহাদেবপুর ::
নওগাঁর মহাদেবপুরে সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত বাড়ি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই উপজেলার ৩৪টি পরিবারের সদস্যদের জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ দলিল ও ঘরের চাবি প্রধান অতিথি হিসাবে হস্তান্তর করেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, মহাদেবপুর থানার অফিসার ওসি নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুবিধাভূগী ৩৪টি পরিবারের নারী-পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply