এমএ সাখওয়াত হোসেন- :: মহাদেবপুর ::
নওগাঁর মহাদেবপুরে আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী শুক্রবার সুন্ধ্যয় অনুষ্ঠিত হয়েছে।
নাটশাল গোপালপুর প্রীতি সংসদের সভাপতি সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
প্রভাষক মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় ও অধ্যক্ষ জাহেদুল ইসলামের টুর্ণামেন্ট পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান অহসান হাবীব ভোদন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ।
নাটশাল গোপালপুর প্রীতি সংসদ আয়োজিত নাটশাল মাঠে অনুষ্ঠিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় বদলগাছী উপজেলাকে ১ গোলে হারিয়ে মহাদেবপুর উপজেলা বিজয়ী হন।
Leave a Reply