নিজস্ব প্রতিবেদক,বিডি নিউজ বুক টোয়েন্টিফোরঃ
বৈশ্বিক ডিজিটাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল আউটসোর্সিংয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে এখন বাংলাদেশ। বৈশ্বিক এ খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদের মাধ্যমে প্রতিবছর দেশে ১০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আসছে।
যা স্থানীয় মুদ্রায় ৮৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
হয়ত রোজ ই দেখছেন বা পড়ছেন আর ভাবছেন হয়ত অনেক কঠিন কিছু৷ কিন্তু ফ্রিল্যান্সিং এর মুলমন্ত্র ধৈর্য্য। আপনি কি হতে চান একজন ফ্রিল্যান্সার?
অফিস বা অন্যান্য কাজের বাইরেও উপার্জন করতে চান?
কিন্তু কোন ভালো গাইডলাইন পাচ্ছেন না?
সব চিন্তা ফেলে দিয়ে আপনাদের জন্য সকল ধরনের ফ্রিল্যান্সিং সুবিধা নিয়ে এসেছে বি এ ফ্রিল্যান্সার কমিউনিটি।
আপনার কন জিজ্ঞাসা বা কিভাবে শুরু করতে চান সেসব জানতে এখনই ইনবক্স করুন তাদের ফেসবুক পেজ এঃ
https://www.facebook.com/freelancer.offcial/
এছাড়াও বাকীরা কিভাবে কাজ করছে বা কি সুবিধা পাচ্ছে সেসব জানিতে জয়েন করতে পারেন তাদের কমিউনিটি গ্রুপেঃ
https://www.facebook.com/groups/216580109765959/?ref=share
আর স্বল্পমূল্যে যে কোন ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন তাদের ওয়েবসাইট থেকেঃ https://befreelancer.net/
Leave a Reply