মধুপুর প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুর বনে দুর্বৃত্তদের হামলায় আ. খালেক (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (২৮ জুলাই) রাতে মধুপুর বনে এ ঘটনা ঘটে। নিহত আ. আব্দুল খালেক ঢাকার তুরাগ থানার খানটেক এলাকার মৃত আব্দুল কাদের মুন্সির ছেলে। সোমবার (২৯ জুলাই) নিহতের ভাই আ. মালেক বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, মধপুর বনের রসুলপুর-দোখলা সড়কের রসুলপুর থেকে এক/দেড় কিলোমিটার ভেতরে আহত অবস্থায় ওই ব্যক্তি রোববার রাতে পড়েছিলেন।
বন বিভাগের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠে ও হাতে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের ভাই আ. মালেক বাদি হয়ে সোমবার মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন- ডলার প্রতারক চক্র এ হত্যাকান্ড ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply