:: ধনবাড়ী প্রতিনিধি ::
গত (৪ সেপ্টেম্বর) বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান হাই স্কুল মাঠে পাইস্কা উচ্চ বিদ্যালয় বনাম আমিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলার একপর্যায়ে ফাউল করাকে কেন্দ্র্ করে উত্তেজনার কারণে খেলা বাতিল ঘোষণা করা হয়।
খেলা শেষে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বানিয়াজানের স্থানীয় কিছু যুবক আক্রমণ করে। পিটিয়ে কয়েকজনের মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙ্গে দেয়। অবস্থা আশঙ্কাজনক দেখে ৪ জনকে দ্রুত মধুপুর হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা ।গুরুতর আহত ১ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বানিয়াজান হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব বিমল সরকার পাইস্কা হাই স্কুলের খেলোয়াড়দের বিরুদ্ধে স্থানীয় যুবকদেরকে উস্কে দিয়েছেন এমন অভিযোগও পাওয়া যায়।
এ ন্যাক্কারজনক ঘটনায় উপজেলায় ব্যাপক চাঞ্চল্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজন বিরাজ করছে।
Leave a Reply