ক্রীড়া ডেস্ক ::
দুই দলেরই বাঁচা মরার লড়াই। বিশ্বকাপের শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-উইন্ডিজ। টন্টনে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান মাশরাফি।
টস হেরে ব্যাট করতে নামা দুই ক্যারিবীয় ওপেনার খুব সতর্কভাবে খেলতে থাকে টাইগার বোলারদের। প্রথম ওভারেই মেডেন দেন কাপ্তান মাশরাফি। দ্বিতীয় ওভারে আসেন সাইফউদ্দিন। দেন দুই রান। দলীয় চতুর্থ ওভারে আবার তাকে আনেন অধিনায়ক। আর তখনই দলকে উপহার দেন ব্যাটিং দানব গেইলের উইকেট।
নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মুশফিকের গ্লাভস বন্দি করান গেইলকে। ১৩ বল খেলে শূন্য হাতেই ফিরেন গেইল। এক উইকেটের পাশাপাশি মেডেন ওভার করেন সাইফ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান। লুইস ৫ ও হোপ শূন্য রানে ব্যাট করছেন।
Leave a Reply