:: নওগাঁ প্রতিনিধি ::
নওগাঁর রাণীনগরে বিয়ের প্রলোভনে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণ মামলার আসামি হাফিজুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুরকে বুধবার আদালতে প্রেরণ করে এবং ধর্ষণের শিকার যুবতিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ধর্ষণের শিকার ওই যুবতি রাণীনগর সদরের লোহাচুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং গ্রেফতারকৃত হাফিজুর রহমান উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের সহিম উদ্দীন মন্ডল ওরফে বটুর ছেলে।
আরও পড়ুন : যুদ্ধে হাত হারিয়েছেন তবুও মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত নওগাঁর আব্দুস ছাত্তার
জানা গেছে, গত প্রায় চার বছর আগে দারিদ্রতার কারণে আব্দুর রাজ্জাক স্ব-পরিবারে ঢাকায় গিয়ে গার্মেন্টেসে কাজ শুরু করে। তখন থেকেই পরিবারের সকল সদস্যরা মিলে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে তার ভাগ্নে হাফিজুর রহমান ঢাকায় গিয়ে তাদের ভারা বাসায় ওঠে। ওই বাসায় প্রায় আড়াই বছর এক সঙ্গে থাকার এক পর্যায়ে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত গত ৯ জুন রাতে স্ব-পরিবারে নিজ বাড়ী রাণীনগরে ফিরে আসে। পরেদিন হাফিজার রহমান মামার বাড়ীতে গিয়ে জানায়, আনুষ্ঠানিক ভাবে কালই তাকে বিয়ে করবে। বিয়ের এমন প্রলোভন দিয়ে ওই রাতেই যুবতিকে ধর্ষণ করে ভোর রাতে সে পালিয়ে যায়।
আরও পড়ুন : রাণীনগরে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত
এরপর যুবতির পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করলে সে বিয়ে করতে অস্বিকার করে। এক পর্যায়ে ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত রাণীনগর থানাপুলিশকে মামলা রেকর্ডভুক্ত করার নির্দেশ দেন। এরপর পুলিশ গতকাল মঙ্গলবার রাতে মামলা রের্কড করে রাতেই অভিযান চালিয়ে আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে বলেন, গ্রেফতারকৃত হাফিজার রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার যুবতিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply