• বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪
logo

আগুনে কপাল পুড়লো হাসান আলীর, ব্যবসায়ীদের আহাজারি

ধনবাড়ী প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভয়বাহ অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসা পুড়ে ভস্মীভূত হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার যদুনাথপুরে নতুন বাজারে এ আগুনের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, উত্তরা এন্টারপ্রাইজের রড-সিমেন্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ও আল-আমিন কসমেটিক ব্যবসায়ী হাসান আলী। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই নজরুল ইসলামের বাসাটি পুড়ে যায়।

প্রতক্ষ্যদর্শীরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১০টায় হঠাৎ কসমেটিক দোকানের আগুনের সূত্রপাত। দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাশেই নজরুলের বাসা। ওই আগুনে-ই বাসাটি-তেও আগুন লাগে। স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘন্টা প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী হাসান আলী বিডি নিউজ বুককে বলেন, ‘ঈদের আগে গরু বিক্রির ২ লাখ টাকায় মাল উঠিয়েছি। ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে আহাজারি করতে থাকেন তিনি।’ নজরুল ইসলাম বলেন, ‘দোকান ও বাসাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে আমার।’

ফায়ার সার্ভিসের স্ট্রেশন কর্মকর্তা নজরুল ইসলাম  বিডি নিউজ বুককে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত। তাঁরা দাবি করেছেন ৪০ লাখ টাকা কিন্তু আমরা ধারণা করেছি ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।’