• বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪
logo

শিক্ষা খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: এমপি সেলিম

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

সরকার দেশের সকল শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।

আজ রোববার (১৮ জুন) নওগাঁর মহাদেবপুরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান এসব কথা বলেন এমপি সেলিম। 

অনুষ্ঠানটির স ভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ ন ম রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে এছাড়াও  বক্তব্য রাখেন__উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল, অর্থ বিষয়ক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন ও মুফতি মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।   

শেষে ইসলামিক ফাউন্ডেশনের তিন জন শ্রেষ্ঠ শিক্ষকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ১৩২জন শিক্ষকসহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।