• বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪
logo

২৪ ঘন্টায় ডেঙ্গুুতে আক্রান্ত ৩০৫ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

দেশে দিনদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১১৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৮৭০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৪৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৯০৮ জন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১০১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এছাড়া, ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৭৫৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।