• সোমবার ১৩ মে, ২০২৪
logo

শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে: এমপি মো. সেলিম

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

নওগাঁ-৩ সদংসদীয় আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য গুণগত শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে শিক্ষকদের প্রশিক্ষণ ও আধুনিক বিল্ডিংসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নওগাঁর মহাদেবপুরে জাতিসংঘ ঘোষিত এসডিজি-৪ এর লক্ষ্য অর্জনে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত এসব কথা বলেন। আজ  বুধবার (২৪ মে) মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন__উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমুখ।