• রবিবার ২৮ এপ্রিল, ২০২৪
logo

গরুর মাংস আমদানি করা হবে না: টিপু মুনশি

বিডি নিউজ বুক ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে গবাদিপশু শিল্পের প্রবৃদ্ধির কথা বিবেচনা করে সরকার গরুর মাংস আমদানির অনুমতি দেবে না।

আজ  শনিবার (২৫ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির 'ভোক্তা অধিকার সচেতনতা' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এ কথা বলেন। তিনি বলেন, 'দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে গরুর মাংসের চাহিদা কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে বাজারে গরুর মাংসের দাম কমতে শুরু করেছে।'

দেশে বেকারত্ব কমাতে গবাদিপশু পালনও অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানিতে শুল্ক কমানোর সুবিধা ক্রেতারা পারছেন না।