• সোমবার ১৩ মে, ২০২৪
logo

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, সালিশি বৈঠক

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

 নওগাঁর মহাদেবপুরে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
  
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশু বাবা বাদী হয়ে আজ বৃহস্পতিবার মহাদেবপুর থানায় অভিযুক্ত (৪০) কে আসামী করে মামলা দায়ের করেন। শিশুটি স্থানীয় এক সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত মঙ্গলবার বিকেলে উপজেলার এক গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। 

মামলা ও পারিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি তাঁর খেলার সঙ্গীদের সাথে ভুট্টুর দোকানে চকলেট কিনতে যায়। শিশুটির সঙ্গে থাকা আরও দুই শিশুকে ১টি করে চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত ভুট্টু। পরে ওই ভুক্তভোগী শিশুকে বেশ কয়েকটি চকলেট দিয়ে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির অবস্থা গুরুতর হলে মঙ্গলবার রাতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। 

এদিকে আরও অভিযোগ ওঠেছে, স্থানীয় মাতব্বররা ঘটনা ধামাচাপা দিতে দফায়-দফায় সালিশি বৈঠক বসিয়েও মিমাংশা করতে পারেনি। এতে বিষয়টি আরও আলোচনায় আসে। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির বাবা এ ঘটনায় ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।