• রবিবার ০৭ জুলাই, ২০২৪
logo

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

টাঙ্গাইলের ধনবাড়ীতে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

প্রতিকার চেয়ে সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী রাজু আহমেদের ভাই মো. সাগর মিয়া। 

ভুক্তভোগী গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের করিআটা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি ধনবাড়ীর মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের মৃত নূর খাঁর ছেলে মো. আ. জলিল খাঁ (৫০)।

দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগীর পক্ষে তার বড় ভাই মো. সাগর মিয়া জানান, কৃষিমন্ত্রীর ইউনিয়নে জলিল খাঁর বাড়ি। এই সুবাদে তাঁর স্বজনদের নাম ভাঙিয়ে সে ৪ লাখ টাকায় কৃষি অধিদপ্তরে অফিস সহকারী পদে চাকরি দিবে বলে অগ্রীম ৭০ হাজার টাকা নেয়। ছোট ভাই রাজুকে ভুয়া অফিসারদের সঙ্গে পরিচয় করিয়ে নিয়োগ পরিক্ষা নেয় জলিল। চাকরি দিতে ব্যর্থ হয়ে ২য় বার সেনাবাহিনীতে পাম্প অপারেটর পদে অফ-লাইনে ৭ দিনের মধ্যে চাকরি দিবে বলে আশ্বাস দেয় এবং ৭ লাখ টাকা দাবি করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সাড়ে তিন লাখ টাকা তাকে দিয়ে গোপনে ভিডিও ধারণ করে রাখ হয়। রাজুকে নিয়ে ঢাকার একটি বাসায় পরিক্ষা  দেওয়ায় জলিল। দু’দিন পরে সেনাবাহিনীর সিভিল সার্ভিস ঢাকা সেনানিবাসের স্মারক নং দিয়ে একটি নিয়োগপত্র দেয়। এটি নিয়ে কর্মস্থলে যোগদান করতে গেলে সেখান থেকে জানানো হয় এটি ভুয়া। বিষয়টি জলিলকে জানানো হলে রাজুকে ঢাকায় নিয়ে একটি বাসায় জিম্বী করে রাখে। বাসার মালিকের সহায়তায় সে পালিয়ে বাড়িতে চলে আসে। জলিলের কর্মকাÐ এলাকাবাসীকে জানালে আমার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকী দিচ্ছে প্রতারক জলিল। পরে এলাকাবাসী জানায় জলিল সবজি বিক্রেতা ও ভুয়া চাকরির প্রতারক চক্রের একজন সদস্য। 

এ বিষয়ে জানতে চাইলে মো. আ. জলিল খাঁ বলেন, ‘তাকে সঠিক নিয়োগপত্র দেয়া হয়েছিল। কিন্তু ওই ছেলে যোগদান করেনি। তাঁর পরিবারকে কিছু টাকা ফেরত দেয়া হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একজন অফিসারকে দায়িত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’