• মঙ্গলবার ২৫ জুন, ২০২৪
logo

ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হলে উন্নয়নের বিষয়টি স্পষ্ট হবে: উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

ডেল্টা প্ল্যান ২১০০ ভবিষ্যৎ বাংলাদেশ উন্নয়নের চাবিকাঠি। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। 

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকার পানি অবকাঠামো সংস্কার, নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং, খাল পুনঃখনন, প্রাকৃতিক জলাধার রক্ষণাবেক্ষণ এবং নতুন জলাধার ও ব্যারেজ নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। 

একই সঙ্গে নদীর তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে বনায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা দূরী করতে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত আছে। শতবর্ষের এ মহাপরিকল্পনার প্রথম ধাপ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

আজ রোববার (১১ জুন) রাজধানীর পানি ভবন এর সম্মেলনকক্ষে "Portrait of Bangladesh Delta Plan 2100 and Implementation Outlooks" এবং "Towards a holistic appraisal of BDP 2100" শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন ।

উপমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম শতবর্ষ মহাপরিকল্পনা "বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা- ২১০০"  অনুমোদন করেছেন। এ প্ল্যান এর মূল উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র নির্মূল ও মধ্যম আয়ের দেশে উত্তরণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ মহাপরিকল্পনার ৬টি অভীষ্ট অর্জনে flexible and adaptive approach অনুসরণ করে নিরলসভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন,একটি রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশে ডেল্টা প্ল্যান-২১০০ মহাপরিকল্পনার মাধ্যমে যেটি স্পষ্ট তা হলো, বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতি আগ্রহী হয়ে উঠছে। বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ অঞ্চল ও নদীমাতৃক দেশ হিসেবে নদী ব্যবস্থাপনা ও এর উন্নয়নের ওপর দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করছে। এই বাস্তবতা অনুধাবন করে বঙ্গবন্ধু কন্যা ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছে।


সেমিনারে সভাপতিত্ব করবেন পানি সম্পদ মান্ত্রণালয়ের সচিব, নাজমুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন রমজান আলী প্রমাণিক, মহাপরিচালক,পানি উন্নয়ন বোর্ড,(ভার্চুয়ালি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।