• সোমবার ১৩ মে, ২০২৪
logo

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় ৩৬ মামলা, আসামি ১৫৪৪

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এ ছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে। ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ পালন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।