• মঙ্গলবার ০২ জুলাই, ২০২৪
logo

স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৪৯:০২ এএম 5 682 views

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করছিল চার প্রতিষ্ঠান। অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ  আদালত চালিয়ে তাদের অর্থদণ্ড করা হয়েছে। 

আজ  বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. আবু হাসান এ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় ওই চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,  উপজেলা সদরের ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরী, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারী ও চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরী।

ইউএনও  মো. আবু হাসান বলেন,  অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় তাদের এ অর্থদণ্ড করে সতর্ক করা হয়েছে।